আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে মেয়র আরিফের হাতেই শুরু ভিটামিন এ ক্যাম্পেইন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৯ ১১:২৪:৩৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ৬শ’ ৪১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার সকালে সিলেট নগরীর বিনোদিনী দাতব্য চিকিৎসালয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।      

আজ সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
নগরীর বিভিন্ন এলাকা, বাস স্ট্যান্ড ও রেল স্টেশনসহ সর্বমোট ২৪৭টি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকর্মীদের মাধ্যমে ৬২ হাজার ৬শ’ ৪১ জন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানর কার্যক্রম চলছে।
ক্যাম্পেইন চলাকালে সার্বক্ষণিক তদারকি করছেন ৫৪ জন সুপারভাইজার-একথা নিশ্চিত করেছেন সিসিকের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

সিলেটভিউ২৪ডটকম/০৯ ফেব্রুয়ারি ২০১৯/শাআ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন