আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সংরক্ষিত আসনে মহিলা সাংসদ হচ্ছেন শামীমা শাহরিয়ার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৯ ১০:৫৩:৫৬

সুনামগঞ্জ প্রতিনিধি :: সংরক্ষিত আসনের মহিলা সাংসদ হতে দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাড. শামীমা শাহরিয়ার (মোছা. শামীম আকতার খানম)।

শুক্রবার রাতে শামীমা শাহরিয়ারসহ আ.লীগের ৪১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে আ.লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে আ.লীগের সংরক্ষিত আসনের মহিলা সাংসদদের তালিকা চুড়ান্ত করা হয়।

শামীমা শাহরিয়ার কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।

তিনি জামালগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংরক্ষিত আসনে সিলেট বিভাগে আওয়ামী লীগের আরেক মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজারের সৈয়দা জোহরা আলাউদ্দিন। তিনি মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক।

সংরক্ষিত আসনের এমপি পদে ঘোষিত প্রার্থীরা আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এসব আসনে দলের পক্ষে আর কারও প্রার্থী হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ মার্চ ৫০টি সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/৯ ফেব্রুয়ারি ২০১৯/এসএন/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন