আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

শাবির সাবেক শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রাপ্ত অর্থ হস্তান্তর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৭ ২০:১৭:৫১

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুবে সোবাহানী আল্লামা চিকিৎসার সাহায্যার্থে 'থিয়েটার সাস্ট'র চ্যারিটি প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ মাহবুবে সোবাহানী আল্লামা কাছে পৌঁছে দেয়া হয়েছে।

নাটকটি প্রদর্শনী হতে প্রাপ্ত ৫১,১৬০ টাকা বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মাহবুবে সোবাহানী আল্লামা কাছে পৌঁছে দেয়া হয়।

এদিকে গত ২৯শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’ এর তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মাহবুবে সোবাহানী আল্লামা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি দূরারোগ্য থাইমোমিক কারসিনোমা রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ব্যাংককের সামিতাবেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য প্রায় ৭৫ লক্ষ টাকা প্রয়োজন বলে জানা যায়।

সিলেটভিউ২৪ডটকম/০৭ ফেব্রুয়ারি ২০১৯/এএএম/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন