আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গেইল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-১৮ ১৫:০৫:৩০

ইংল্যান্ড বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় বলবেন গেইল। এদিকে টেস্ট ক্রিকেটে যদি আর না ফিরেন তাহলে ২০১৪ সালে অনানুষ্ঠানিক ভাবে শেষ টেস্ট খেলে ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছেন গেইল। দলে আছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।

তবে হুট করেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, অবসরে যাচ্ছেন ক্রিস গেইল। এ বছর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন এই তারকা ব্যাটসম্যান।
তিনি এ পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় বিশ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে মোট রান করেছেন ১১ হাজার ৩৩৩। আছে ২৩টি শতক আর ৪৯টি অর্ধশতকের ইনিংস।
বল হাতেও গেইল নিয়েছেন ১৬৫ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ ৫টি উইকেট। এছাড়া ৪টি করে উইকেট নিয়েছেন তিন ম্যাচে।

শেয়ার করুন

আপনার মতামত দিন