আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কুমিল্লার ঘরে বিপিএলের দ্বিতীয় শিরোপা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৯ ১১:৩৩:৫৮

বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে আরও একবার শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের তৃতীয় আসরে প্রথম শিরোপা পেয়েছিল কুমিল্লা। তামিমের ঝড়ো ইনিংসের ওপর ভর করে দ্বিতীয় শিরোপা জিতল দলটি।

শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ায় বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল। টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ১৮২ রানেই গুটিয়ে যায় ঢাকা।

ফাইনালে ১৪১ রান করে রেকর্ড গড়েছেন কুমিল্লার তারকা খেলোয়াড় তামিম ইকবাল। কুমিল্লার হয়ে এনামুল হক করেছেন ২৭ রান, ১৭ রানে অপরাজিত ছিলেন ইমরুল কায়েস।

ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেছেন রনি তালুকদার (৬৬), তারপরেই আছেন উপুল থারাঙ্গা (৪৮)। ফাইনালে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ৪ বলে তিন রান করে তামিমের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি।

শেয়ার করুন

আপনার মতামত দিন