আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ছাত্রদের চুল দৃষ্টিকটুভাবে না কাটতে প্রধান শিক্ষকের চিঠি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৯ ১১:৫০:৩৮

সিলেটভিউ ডেস্ক ::কলকাতার নিউটাউনের হাটগাছা হরিদাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের লেখা একটি চিঠি নিয়ে চলছে আলোচনা। গত ৩১ জানুয়ারি লেখা সেই চিঠিতে বলা হয়েছে, শ্রদ্ধেয় সেলুনের কর্মী বন্ধু, এই বিদ্যালয় আপনাদের। এর শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিনীত অনুরোধ করছি- ছাত্রদের এমন চুল কাটবেন না যা দৃষ্টিকটু ও অছাত্রসুলভ।

এ বিষয়েপ্রধান শিক্ষক পার্থসারথি দাস বলেন, আমি আমার কর্তব্য পালন করেছি। শুধু স্কুলে শাসন করলে হবে না। ঘরে-বাইরে মানসিকতার পরিবর্তন করতে হবে। তাই সেলুনগুলোকে অনুরোধ করেছি। যাতে তারা শালীনতা বজায় রেখে কাজ করেন।
সূত্র: এইসময়

শেয়ার করুন

আপনার মতামত দিন