আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

১৭ হাজার টাকা বেতনে ৭ শতাধিক কর্মী নিচ্ছে আশা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৭ ১৬:২৫:১২

সিলেটভিউ ডেস্ক :: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। জুনিয়র লোন অফিসার পদে মাঠ পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

জুনিয়র লোন অফিসার

পদসংখ্যা

এই পদে মোট ৭২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন-ভাতা

শিক্ষানবিশকালে (এক বছর) বেতন ১৩,৮৬০ টাকা দেওয়া হবে। তবে এক বছর পর বেতন ১৭,৩৬৪ টাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স ও জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ধর্ম ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখপূর্বক প্রেসিডেন্ট-আশা বরাবর আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।

সূত্র : দৈনিক ইত্তেফাক, ৬ ফেব্রুয়ারি, ২০১৯।


নিয়োগ দেবে এনআরবি ব্যাংক


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে এই নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

রিলেশনশিপ ম্যানেজার

যোগ্যতা

এই পদটিতে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিবিএ/এমবিএ অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। উক্ত পদে ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তবিক অভিজ্ঞতার প্রয়োজন আছে। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। এই পদটির জন্য পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।  চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

বেতন-ভাতা

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহী প্রার্থীরা ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস


স্নাতক পাসেই নিয়োগ দেবে এসিআই


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। ‘হেড অব ডাটা রিকোভারি’ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

হেড অব ডাটা রিকোভারি

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিবিএ/ এমবিএ পাস প্রার্থীরা বেশি অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তেজগাঁও, ঢাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

পদটিতে ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস

সিলেটভিউ২৪ডটকম/ ৭ ফেব্রুয়ারি ২০১৯/ডেস্ক/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন