আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

প্রবাসীরা অর্থনীতির প্রধান চালিকাশক্তি : গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২৯ ১৯:৫৯:৪৯

নিজস্ব প্রতিবেদক :: গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের সুযোগ সুবিধার প্রতি সরকার সব সময় যত্নশীল। বাংলাদেশী প্রবাসীরা বিভিন্ন দেশে স্ব স্ব ক্ষেত্রে কর্মের মাধ্যমে অবদান রাখছেন এবং দেশের মুখ উজ্জ্বল করছেন।

২৭ জানুয়ারী গ্রীসের রাজধানী এথেন্সের ত্রিয়ানন মুভি থিয়েটার হলে ‘প্রবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা: আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার এবং ‘লাভ ইজ এ ডেলিউজ’ শীর্ষক গানের মিউজিক ভিডিও’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, প্রবাসী শিল্পী এম.আলী চৌধুরী গ্রীসের কলাকুশলী ও শিল্পীদের নিয়ে সংগীত উপস্থাপনের মাধ্যমে গ্রীস ও বাংলাদেশের মধ্যেকার সাংস্কৃতিক বন্ধনকে আরো জোরদার করেছেন, বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে এসেছেন। তিনি শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কনসালদ্বয় মোঃ খালেদ ও ডঃ ফারহানা নূর চৌধুরী, ফার্স্ট সেক্রেটারী সুজন দেবনাথ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস-এর সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক সভাপতি গোলাম মওলা,সাবেক সভাপতি তাজুল ইসলাম, কমিউনিটি, দূতাবাস কর্মকর্তা,  রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

‘লাভ ইজ এ ডেলিউজ’ (ভালোবাসার বন্যা) শীর্ষক সংগীতের কন্ঠশিল্পী এম আলী চৌধুরী, গীতিকার কবি ও সাংবাদিক নিজাম উদ্দীন সালেহ, সংগীত পরিচালক সঞ্জু আহমদ, ভিডিও ডাইরেক্টর শেরিফ ফ্রান্সিস এবং সাউন্ড ইঞ্জিনিয়ার পি, রাফায়েল। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন গ্রীক এফসিলন টিভির অভিনেত্রী এলেনা কসমাইডু ও এন্টোনেল্লো।

সিলেটভিউ২৪ডটকম/ ২৯ জানুয়ারি ২০১৯/এমইউএ/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা